সন্দ্বীপে জনতার হাতে বন্দুকসহ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য রুবেল আটক।

0 ৬৩৫,৫১১

চট্টগ্রামের সন্দ্বীপে ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত এক ডাকাতকে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী।গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুবেল।তিনি  কালাপানিয়া ইউনিয়নের বাসিন্দা ও আন্ত:জেলা ডাকাতদলের সদস্য।তাঁর বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় চুরি-ডাকাতির ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে সন্দ্বীপ থানা পুলিশ।এ সংক্রান্ত সন্দ্বীপ থানায় আরও একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,গত ৫ মার্চ(বুধবার)গভীররাতে উপজেলার পশ্চিম বাউরিয়া ২নং ওয়ার্ডের মাস্টার পাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে  এলাকাবাসী রুবেলকে অস্ত্র ও কার্তুজসহ ধাওয়া দিয়ে আটক করে।তাঁর অন্যান্য সহযোগী কালা পাহাড় রুবেল ও সোহেল রানাসহ কয়েকজন পালিয়ে যায়।  আটকের পর উত্তেজিত জনতা রুবেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ(ওসি)শফিকুল আলম জানান,রুবেলের বিরুদ্ধে আগেও একাধিক ডাকাতির মামলা রয়েছে।পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!