সন্দ্বীপে নাইটগার্ডদের মাঝে পুলিশের কম্বল বিতরণ।

0 ৮৭৫,৪৮২

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় রাতের আধারে নাইটগার্ডদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।গতরাতে সন্দ্বীপের প্রত্যেকটি বাজারের নাইটগার্ডদের মাঝে পুলিশ সুপারের তত্ত্বাবধানে সন্দ্বীপ থানা পুলিশের উদ্যোগে ৬০ পিস কম্বল বিতরন করা হয়।

পৌরসভা,বাউরিয়া,মুন্সীরহাট,নাজিরহাট,ঘাটমাঝির হাট,এরশাদ মার্কেট,কলাতলি বাজার,মৌলভী বাজার,শিবের হাট,কাজীরহাট,ধোপারহাট,পন্ডিতের হাটসহ আরো কয়েকটি বাজারের নাইটগার্ডদের মাঝে এইসব কম্বল বিতরণ করা হয়।

এসময় সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কবির হোসেন বলেন,আমাদের পুলিশ সুপারের তত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!