সন্দ্বীপে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন।
দুই সহোদরকে হত্যা চেষ্টায় যুবদল নেতা এম এ আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে আরাফাত ও মেহেদী অন্যদিকে এম এ আজিজের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।


চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় দুই সহোদরকে হত্যা চেষ্টায় ব্যাপক মারধরের অভিযোগে যুবদল নেতা এম এ আজিজের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ইয়াসির আরাফাত ও মেহেদি অন্যদিকে এমন সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেন এম এ আজিজ।দুটো পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য তুলে ধরা হলো।
চট্টগ্রামের সন্দ্বীপে দুই সহোদরকে হত্যা চেষ্টায় ব্যাপক মারধর করে মাথা ফাটানোর অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের সদস্য-সচিব এম,এ আজিজের বিরুদ্ধে।গত ১৯ মার্চ তাদের দুই দফা মারধর করা হয় বলে অভিযোগ করে আজ শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেন দুই সহোদর ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।
তাদের অভিযোগ,এম এ আজিজের সন্ত্রাসী বাহিনী গত ১৯ মার্চ ইফতারের পরে সারিকাইত চৌরাস্তা মোড়ে প্রথমে ইয়াসির আরাফাতকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর করে।প্রথম দফার এই ঘটনায় ভিকটিম ও তার ভাই থানায় অভিযোগ করতে গেলে সেখানে সন্দ্বীপ থানা পুলিশের উপস্থিতিতেই ৭০/৮০ জন সশস্ত্র সন্ত্রাসী মারাত্মকভাবে আবারো মেরে তাদের রক্তাক্ত করে।এ হামলায় এম,এ আজিজ সরাসরি নেতৃত্ব দিয়েছেন বলে ভিডিও ফুটেজে সরাসরি দেখা যায়।পরে স্থানীয় জনতা ভিকটিমদের উদ্ধার করে সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
তারা আরও দাবি করেন,এম,এ আজিজ হাসপাতালে গিয়ে এ ঘটনা ধামাচাপা দিতে প্রাণনাশের হুমকি দেন। ফলে নিরাপত্তাহীনতা ও উন্নত চিকিৎসার জন্য ভিকটিমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে চিকিৎসা নেন।তাদের পরিবারসহ তারা নিরাপত্তাহীনতায় রয়েছে উল্লেখ করে,এ সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার দাবী করে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।
পারিবারিক জমি নিয়ে বিরোধের জের চাচা আবুল কালাম ও জেঠাতো ভাইয়ের ছেলে মহিউদ্দিনের সরাসরি ইন্ধনে দুই সহোদরের ওপর এ হামলা হয় বলে মনে করেন ইয়াসির আরাফাত ও মেহেদী হাসান।
আইনগতভাবে তারা এ ঘটনার উপযুক্ত বিচার ও সন্ত্রাসী এম,এ আজিজের দলীয় শাস্তির দাবী করেন।
অন্যদিকে চট্টগ্রামের সন্দ্বীপে সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ মিথ্যা সংবাদ পরিবেশনের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলন সন্দ্বীপ উপজেলা প্রেসক্লাবে ২৩ মার্চ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়।
এ সময় লিখিত বক্তব্যে মুসাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলীম মেম্বার দাবি করেন,ঘটনার দিন ১৯ মার্চ(শনিবার)এম এ আজিজ চটগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন এর আয়োজনে ইফতার মাহফিলে রাত ৯ টা পর্যন্ত নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন।অথচ সেদিন,মাগরিবের পর হামলা হয়েছে বলে সংবাদে দাবি করা হয়েছে।
এসময় এমএ আজিজ তাঁর বক্তব্যে বলেন,আমাকে নিয়ে এমন ষড়যন্ত্র সত্যি দুঃখজনক।আমি ষড়যন্ত্রের শিকার।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,সন্তোষপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আরিয়াল হোসেন কুটুম , রহমতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান,হারামিয়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নিজামুদ্দিন,সন্দ্বীপ উপজেলা যুবদল নেতা জাবেদ,মুসাপুর যুবদলের যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন,যুবদল নেতা আরিফ,জুয়েল ও পৌরসভা যুবদলের নেতা রুবেল,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক ইব্রাহিম হোসেন রবিন,যুবনেতা সাগর ও পাবেল।
প্রসঙ্গত,সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম এ আজিজ এর বিরুদ্ধে গতকাল ২২ মার্চ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের বরাতে বেশ কিছু মিডিয়ায় এমএ আজিজ কে অভিযুক্ত করে সংবাদ পরিবেশন করা হয়।