সন্দ্বীপে ভেসে আসা ১০৬ টি মহিষ উদ্ধার করে তাদের মালিকের কাছে হস্তান্তর

0 ৫১০,১৮১

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জোয়ারের পানিতে ভেসে আসা ১০৬ টি মহিষ উদ্ধার করে তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।উপজেলা প্রশাসন ও সন্দ্বীপ থানার যৌথ উদ্যোগে মহিষ গুলো হস্তান্তর করা হয়।

সোমবার রাতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানিতে ভাষাণচর ও উরিরচর থেকে প্রায় এক হাজার মহিষ ভেসে যায়।কিছু মহিষ সন্দ্বীপ উপজেলার মগধরা ও সারিকাইত ইউনিয়নে ভেসে আসে।স্থানীয় লোকজন ভেসে আসা মহিষগুলোকে বিক্ষিপ্তভাবে আটক করে।খবর পেয়ে সন্দ্বীপ থানার পুলিশ মহিষগুলোকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যদের জিম্মায় রাখে।এরপর তিনদিনে অভিযান চালিয়ে সারিকাইত থেকে ৫৪ টি, মগধরা থেকে ৪৭ টি এবং বিক্ষিপ্তভাবে আরো ৫টি মহিষ উদ্ধার করা হয়।

মহিষের হারানোর বিষয়ে গত মঙ্গলবার মালিকপক্ষ প্রত্যেকে আলাদা করে ভাষাণচর থানায় জিডি করে।সন্দ্বীপ মহিষ উদ্ধারের খবর পেয়ে তারা সন্দ্বীপ থানায় থানায় জিডির কপি জমা দেন।জিডিতে উল্লেখিত চিহ্ন অনুসারে পুলিশ ১৭ জন মালিক সনাক্ত করে।

শুক্রবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন ও সন্দ্বীপ থানার পুলিশের উপস্থিতিতে মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় মহিষগুলো ১৭জন মালিকের হস্তান্তর করা হয়।

সন্দ্বীপ থানার পুলিশের ওসি শহীদুল ইসলাম জানান,আমরা তিনদিন খুঁজে সন্দ্বীপের কয়েকটি এলাকা থেকে মোট ১০৬ টি মহিষ উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে মহিষগুলো হস্তান্তর করি।আরো মহিষ আছে কিনা আমারা সেই বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মঈন উদ্দিন জানান,মহিষগুলোর ১৭ জন মালিক সনাক্ত করে তাদের দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!