সন্দ্বীপে শারদাঞ্জলী ফোরাম কর্তৃক প্রতিবন্ধীর পরিবারে সৌর বিদ্যুৎ প্রদান এবং ইউনিয়ন কমিটি ও মাতৃশক্তি ইউনিট গঠন

0 ২৬৯,২৩৭
সন্দ্বীপ শারদাঞ্জলী ফোরাম সন্দ্বীপ উপজেলা কর্তৃক একজন প্রতিবন্ধীর পরিবারে সৌর বিদ্যুৎ বিতরন করা হয়েছে। একই দিন হরিশপুর ইউনিয়ন কমিটি ও উক্ত ইউনিয়নের মাতৃশক্তি ইউনিট এর কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে।সৌর বিদ্যুৎ গ্রহন কারী ব্যক্তি কালাপানিয়া ইউনিয়নের বানীরহাট সংলগ্ন রসিক শীলের বাড়ির বাক প্রতিবন্ধী স্বপন শীল।সে পেশায় একজন নরসুন্দর হলেও শারিরীক অক্ষমতার কারনে তার উপার্জনে পেট চলেনা। ২২ জুলাই বিকালে এ সৌর বিদ্যুৎ প্রদান করা হয়।এর পুর্বে সকাল ১১ ঘটিকায় সন্দ্বীপ পৌরসভাস্থ সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয়ে হরিশপুর ইউনিয়ন কমিটি পুনঃগঠন ও মাতৃশক্তি ইউনিট গঠন করা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা কমিটির সভাপতি রবি মজুমদার, সাধারন সম্পাদক বাদল রায় স্বাধীন,সহ-সভাপতি সঞ্জীব দাস,সহ-সাধারন সম্পাদক কাঞ্চন মজুমদার, সহ-সম্পাদক মিঠু মজুমদার, সাংগঠনিক সম্পাদক ডাঃ দুলাল চন্দ্র শীল সহ সৌরভ গাঙ্গুলী, বিমল মালাকার,দীপক মালাকার, পাভেল রায়,তপন রক্ষিত, টিটু মজুমদার সহ আরো অনেকে।
সভায় সর্বসন্মতিক্রমে সৌরভ গাঙ্গুলীকে সমন্বয়কারী, বিমল মালাকার কে সভাপতি, জয় সুত্রধর কে সাধারন সম্পাদক, বাবলু দাসকে অর্থ সম্পাদক ও সুমন পালকে সাংগঠনিক সম্পাদক নির্বাচন করে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
অপরদিকে মিতা দাসকে সমন্বয়কারী, শাখী ভদ্রকে সভাপতি, একা সুত্রধরকে সাধারন সম্পাদক, তৃষ্ণা মজুমদারকে অর্থ সম্পাদক ও বৃষ্টি মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে মাতৃশক্তি ইউনিটের একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
সৌর প্যানেল বিতরন ও কমিটি গঠনের সময় বক্তারা বলেন “মঙ্গল আলোয় আলোকিত হউক মানব জীবন ” এ শ্লোগানকে বুকে ধারন করে এই ফোরাম বিভিন্ন ধর্মীয়,সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।এছাড়াও দরিদ্র জনগোষ্ঠীকে সাধ্যানুযায়ী সাহায্য করা, নারী শিক্ষা বৃদ্ধি ও নারীদের সাংগঠনিক কার্যক্রমে জড়িত করে নারী নির্যাতন, বাল্য বিয়ে প্রতিরোধ ও লাভ জিহাদের ছোবল থেকে মুক্ত করা অন্যতম কাজ। পাশাপাশি সাত্বিক ভাবে পুজা উদযাপনে এই সংগঠন সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন কর্মসুচী গ্রহন সহ বিভিন্ন ধর্মীয় ও মানবিক কাজে স্বেচ্ছাসেবকের ভুমিকা পালন করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!