সন্দ্বীপে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর উদ্যেগে সীরাতুন্নবী(স.)মাহফিল অনুষ্ঠিত।

0 ৮৭৫,৪৭৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলার আমীর আলাউদ্দিন সিকদার বলেছেন,পৃথিবীতে আল্লাহ তায়ালা আমাদেরকে খলিফা হিসেবে প্রেরণ করেছেন।আমাদের মাঝে রাসূল(স.)কে পথপ্রর্দশক হিসেবে প্রেরণ করেছেন এবং আমরা তাঁর উপর ঈমান এনেছি। আমরা সেই নবীর অনুসারী।আল্লাহ তায়ালা তাঁর মধ্যে আমাদের জন্য রেখেছেন উত্তম চরিত্র।বৃহস্পতিবার বিকেলে পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক আয়োজিত সীরাতুন্নবী(স.)মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রমিক কল্যাণ ফেডারেশন সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী শাহেদ খানের পরিচালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে ছিলেন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিস বিভাগের অধ্যাপক মাওলানা লুৎফুর রহমান আল আজহারী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ইউসুফ বিন আবু বক্কর,সন্দীপ উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, সেক্রেটারী মাওলানা আবু তাহের,মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামীম মাওলানা মাহবুব উল্লাহ,উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা কবিরুল ইসলাম ও স্থানীয় নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

এসময় বক্তারা বলেন,বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনতে ইসলামি শাসন জরুরি।ইসলামি শাসন ছাড়া বাংলাদেশে শান্তি আসবে না।আমাদেরকে হযরত মোহাম্মদ(স.)এর জীবনি অবলম্বন করে রাষ্ট্র পরিচালনা করা আজ সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!