
সন্দ্বীপ উপজেলা জাসদের উদ্যোগে ৭নভেম্বর সিপাহী জনতা গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়। সংগঠনটির উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা সভাপতি শহীদুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবুর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাকসুর সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক নুরুল আকতার বলেন,মুক্তিযুদ্ধের চেতনায় একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে জাসদের বিকল্প নেই।দুর্নীতিমুক্ত সন্দ্বীপ গঠনে আমি কাজ করতে চাই।আপনাদের সহযোগিতা কামনা করছি।
তিনি আরও বলেন,কর্নেল তাহের ৭নভেম্বর ১৯৭৫সালে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে একটি নিশ্চিত বিপদে পড়া রাষ্ট্রকে রক্ষা করেন।আমরা তাঁর অবদান স্মরণ করছি।এসময় উপস্থিত ছিলেন মাষ্টার আবদুল মতিন,আলাউদ্দিন,সাইফুল হুদা চৌধুরী,আরজু তালুকদার,ফজলুল করিম,মাহতাব উদ্দিন মান্না,সেলিমসহ ইউনিয়ন ও উপজেলা নেতৃবৃন্দ।