
সন্দ্বীপ থানার বিশেষ অভিযানে গতরাত ১২টায় গাছুয়া থেকে ৬ জন জুয়ারিকে আটক করা হয়েছে।সন্দ্বীপ থানাধীন গাছুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ পাটোয়ারী বাড়ির সামনে দয়াল এর চায়ের দোকানের পশ্চিম পাশে পরিত্যক্ত একটি একচালা টিনের ঘরে জুয়া খেলা চলছিলো।সেই জুয়া খেলায় অভিযান চালিয়ে এই ৬ জন জুয়ারি কে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এই ৬ জন হলেন,গাছুয়া ৫নং ওয়ার্ডের মৌলভী সালামত সাহেবের বাড়ির মৃত আবু তাহের ও হোসনে আরা বেগমের পুত্র মোহাম্মদ আশরাফ(৩০),গাছুয়া ৪নং ওয়ার্ডের হাজী তাবারেক উল্যাহ সেরাং এর বাড়ির নুর হোসেন ও নারগিস আক্তারের পুত্র মোহাম্মদ রাসেদ(৩৭),বোলা গাড়ীর বাড়ির মৃত আবদুল আলী ও মোমেনা খাতুনের পুত্র জামাল উদ্দিন(৩৬),কামাল হাজীর বাড়ির বাবলু শিরিনা বেগমের পুত্র মোহাম্মদ সুমন(২৮),রোলা গাজীর বাড়ির ইদ্রিস আলী ও জাহানারা বেগমের পুত্র মোহাম্মদ আশরাফ(৩৭) ও নুরুল হক সেরাং এর বাড়ির আবদুল বাতেন ও রহিমা বেগমের পুত্র মোহাম্মদ সুমন(৩৪)।
এই বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত ওসি শহীদুল ইসলাম বলেন,আমরা প্রতিনিয়ত জুয়া,ইয়াবা,অবৈধভাবে মাটি কাঁটার বিষয়ে অভিযান পরিচালনা করে থাকি।আমরা এই ৬ জনকে হাতেনাতে জুয়ার আসর থেকে আটক করেছি এবং আদালতে পাঠানো হবে।