
সন্দ্বীপ পৌরসভার ৭নং ওয়ার্ডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।গত বৃহস্পতিবার জুলাই গভীর রাতে ৬/৭ সদস্যের এক সংঘবদ্ধ চোরের দল পৌর এলাকার ৭নং ওয়ার্ডে সরকারী কর্মচারী ইউসুফ আলীর ঘরে হানা দেয়।এ সময় তারা ভবনের ছাদের দরজা ভেঙে প্রবেশ করে।
গৃহকর্তা ইউছুফ আলী জানান,চোরের দল ঘর থেকে আড়াই ভরি স্বর্ণ,মূল্যবান জিনিস-পত্র ও নগদ টাকা সহ প্রায় দু’লক্ষাধিক টাকা পরিমানের জিনিস নিয়ে পালিয়ে যায়।ঘরের লোকজন তখন গভীর ঘুমে ছিলেন।চোরে আনাগোনায় ঘরের লোকজনের ঘুম থেকে জেগে ওঠার আলাপ পেয়ে চোরের দল দৌড়ে পালায়।
এ ঘটনায় সন্দ্বীপ থানায় সাধারন ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা যায়।