
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা প্রেসক্লাবের নতুন নেতৃত্বে এসেছেন সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন ও জাহেদ হোসাইন।শনিবার প্রেসক্লাবের নিজস্ব ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হন দৈনিক যুগান্তর এবং দৈনিক পূর্বকোণের বিশেষ প্রতিনিধি সৈয়দ মাহফুজ-উন-নবী খোকন এবং সাধারণ সম্পাদক হন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি জাহেদ হোসাইন।
১১ সদস্যের কমিটিতে দৈনিক পূর্বকোণের সাতকানিয়া প্রতিনিধি ইকবাল মুন্নাকে সংগঠনিক সম্পাদক,দৈনিক সাঙ্গুর নুরুল ইসলাম সবুজকে অর্থ সম্পাদক,দৈনিক ইনকিলাবের সৈয়দ জুনাইদ হাবিবুল্লাহকে প্রচার সম্পাদক,দৈনিক আমাদের চট্টগ্রামের নাজিম সালামকে দপ্তর সম্পাদক ও সি-ভয়েসের আবরার শাহরিয়ার সম্রাটকে সহ সম্পাদক করা হয়।
এছাড়া নতুন কমিটিতে বিএনএ’র সৈয়দ গোলাম নবী,একুশে পত্রিকার তারেকুল ইসলাম,উইম্যান ভয়েসের সৈয়দা সাজিয়া আফরিন ও ঢাকা ট্রিবিউনের শঙ্কর কান্তি দাশকে নির্বাহী সদস্য করা হয়।পটিয়া শোভনদন্ডী ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদ হোসাইনের পরিচালনায় আজকের সভায় আগামী পাঁচ বছরের জন্য প্রেসক্লাবের উক্ত কমিটি ঘোষণা করা হয়।