সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস কুমিল্লায়

0 ১,০০০,১১৫

কুমিল্লায় সাড়ে ৯ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।রোববার(৩১ জুলাই)সকালে কুমিল্লা ১০ ব্যাটালিয়ন বিজিবি হেডকোয়ার্টারে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।

অনুষ্ঠানে পরিসংখ্যান উপস্থাপন করে বক্তব্য রাখেন ১০ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ইসহাক।বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত,বিজিবি সদর দপ্তর সেক্টর কমান্ডার কর্নেল মো. মারুফুল আবেদীন,জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান,পুলিশ সুপার ফারুক আহমেদ,চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা,সিভিল সার্জন মীর মোবারক হোসাইন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান।

অনুষ্ঠানে জানানো হয়, গত বছরে উদ্ধারকৃত ৯ কোটি ৪৫ লাখ ৮১ হাজার ৪৩৭ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।এর মধ্যে ফেন্সিডিল ৮৩ লাখ ৩৮ হাজার ৮০০ টাকার,গাঁজা ১ কোটি ৫ লাখ ৩৫ হাজার ৩৬৭ টাকার,বিদেশি মদ ৪ কোটি ৯৩ লাখ ৫৩ হাজার টাকার,বিয়ার ক্যান ৫ লাখ ৪৪ হাজার ২৫০ টাকার,ইস্কাপ সিরাপ ১৬ লাখ ৭৩ হাজার ৬০০ টাকার,ইয়াবা ৩০ লাখ ৮৪ হাজার ৬০০ টাকার,সিনেগ্রা ট্যাবলেট ৬৬ লাখ ৮২ হাজার ১২০ টাকার এবং অন্যান্য অবৈধ ট্যাবলেট ৬৬ লাখ ৮২ হাজার ১২০ টাকার।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!