
নিজস্ব প্রতিবেদকঃ সিএমপি’র পতেঙ্গা মডেল থানার অভিযানে নগদ ২৬,৭৯০টাকা ও ০৩টি তাসের বান্ডেল সহ ১৪ জন গ্রেফতার।০৬/০৮/২০২১ তারিখ ০৩.৪৫ ঘটিকার সময় এএসআই(নিঃ)কে এম জান্নাত সজল সঙ্গীয় ফোর্স সহ অভিযান ডিউটি করাকালীন সময়ে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে পতেঙ্গা মডেল থানাধীন উত্তর পতেঙ্গা,পূর্ব হোসেন আহম্মদ পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নগদ ২৬৭৯০টাকা এবং ০৩টি তাসের বান্ডেল সহ আব্দুর রহিম(৪১),মোঃ সালাউদ্দিন(২৬),মোঃ নাসির(২৭),মোঃ মঞ্জু(৩৩),মোঃ সামিউল হাসান (৩২),মোঃ নাজিম উদ্দিন(৩৩),মোঃ আব্বাস (৩৪),মোঃ মিজান(৩৭),মোঃ হাবিব মুন্না(২৬),রমজান আলী রিংকু(২৫),মোঃ বাদশা(২৮),মোঃ আশরাফ উদ্দিন(৩৭),মোঃ শাহজাহান(৩২) ও মোঃ মনির (৩৮) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।