
সিএমপি ডিবি’র অভিযানে ৭০০০ পিস ইয়াবা সহ ২জন গ্রেফতার।সিএমপি ডিবি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জহিরুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোক্তার হোসেনের নেতৃত্বে ২১নং টিম গতকাল চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন বালুচরা বাজারস্থ জামান হোটেল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৭০০০ পিস ইয়াবা সহ মাজহারুল মাসুদ ও তানজিল মাহমুদ কে আটক করেন।
এই ধরনের অভিযান সিএমপি ডিবি দক্ষিণ বিভাগ প্রতিনিয়তই করে থাকে।গোপন সংবাদের ভিত্তিতে বালুচরা জামান হোটেল সংলগ্ন এলকায় ইয়াবার খবর পেয়েই এই অভিযান পরিচালনা করেন।
জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যাক্তিরা স্বীকার করে যে, তারা পরষ্পর যোগসাজসে বিভিন্ন মাধ্যমে কক্সবাজার জেলা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঘটনাস্থলে বিক্রয়ের জন্য অবস্থান করছিল।