
জেলা প্রশাসন থেকে যে সকল লাইসেন্স প্রদান করা হয় সেগুলো আরও সহজে এবং কম সময়ে পেতে চালু করা হলো স্মার্ট লাইসেন্সিং অ্যাপ।এর মাধ্যমে লাইসেন্স গ্রহীতা তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হবার আগে এবং পরে সরাসরি এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশন পাবেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন,আমরা চট্টগ্রামকে সবার আগে স্মার্ট জেলা হিসেবে গড়ে তুলতে চাই।এ উদ্দেশ্যে নিজেদের সেবাদান পদ্ধতি সহজ করার জন্য এই পোর্টালটি তৈরি করা হয়েছে।সভায় চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।