হাতিয়ায় নবাগত ইউএনওর সাথে ছাত্রশিবিরের সৌজন্যে সাক্ষাৎ

0 ৮৭৫,৫০২

নোয়াখালী জেলার বিচ্ছিন্ন উপজেলা হাতিয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন হাতিয়া উপজেলা ছাত্রশিবিরেট নেতৃবৃন্দরা।

গতকাল হাতিয়া উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে উপজেলা সভাপতি আজগর আলী রবিন ও সাধারণ সম্পাদক আবদুল ওহাব বাবুলের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।ছাত্রশিবিরের নেতৃবৃন্দ হাতিয়া উপজেলায় যোগদানের জন্য নির্বাহী অফিসারকে স্বাগত জানান।

এসময় নেতৃবৃন্দ হাতিয়ায় শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠান যাবতীয় সমস্যাগুলোর সমাধান,হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে পরিকল্পিত শিক্ষারউন্নয়ণ ও হাতিয়া দ্বীপ সরকারি কলেজের শিক্ষক সংকটের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।ছাত্রশিবির প্রকাশিত প্রচলিত কারিকুলাম এর ভূলত্রুটি ও শিক্ষাসংস্কার বিষয়ক বিষয় বই নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমির নিকট পৌঁছে দেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব ইবনে আল জায়েদ হোসেন বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।এ সময় উপজেলার সহাকারী কমিশনার (ভূমি)মিল্টন চাকমা ও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!