
হাতিয়া উপজেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।শুক্রবার (১০ ডিসেম্বর)বিকেল ৫ ঘটিকায় নোয়াখালীর দ্বীপ হাতিয়া উপজেলায়,কেক কাটার মধ্য দিয়ে” জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার”১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন,হাতিয়া উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি মানিক মজুমদার,জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার উপদেষ্টা মাছুম বিল্লাহ,মাতৃজগত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃএনায়েত হোসেন,তমরদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ বাহার উদ্দিন (এএসআই)মাতৃজগত পত্রিকার হাতিয়া উপজেলা প্রতিনিধি মোঃজাকের হোসেন ও উপজেলা ক্রাইম রিপোটার মোঃ ওমর ফারুক সহ আরও অনেকে।সবাই বিভিন্ন বক্তাগণ তাদের বক্তব্যের মাঝে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা সম্পর্কে দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেন।