১৪ দিন বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি

0 ২০১

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরও দুই সপ্তাহ বাড়ছে।আজ ২ ফেব্রুয়ারি,বুধবার শিক্ষামন্ত্রী দীপু মনি এ কথা জানিয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের শিক্ষামন্ত্রীর এ বক্তব্যের কথা জানান।

এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি গণমাধ্যমকে বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি আরও কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছেন,যেহেতু করোনার সংক্রমণ এখনো প্রায় ৩০ শতাংশ।এ জন্য হয়তো ৬ ফেব্রুয়ারির পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে।তবে তিনি এ–ও বলেন, ‘আমরা অবস্থা পর্যালোচনা করছি।প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে।’

করোনা সংক্রমণের কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলে দীর্ঘ ১৮ মাস পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়।যদিও শ্রেণি কার্যক্রম চলছিল স্বল্প পরিসরে। সব শ্রেণির ক্লাস সব দিন হচ্ছিল না।

কিন্তু সম্প্রতি নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার।গত ২১ জানুয়ারি এই ছুটি শুরু হয়েছে।যা শেষ হওয়ার কথা ৬ ফেব্রুয়ারি।তার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!