
র্যাব-৭,চট্টগ্রাম এর অভিযানে চন্দনাইশ থেকে ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক।র্যাব-৭,চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন জামিরঝুড়ি এলাকায় জনৈক বাছা মিয়ার টিনের ঘরের ভিতর মাদক দ্রব্য মজুত রেখে ক্রয় বিক্রয় করছে।উক্ত তথ্যের ভিত্তিতে গতকাল(২৫শে সেপ্টেম্বর)র্যাব-৭,চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম চন্দনাইশের জামিরঝুড়ির বাচা মিয়ার পুত্র জামাল উদ্দিন দিদার(২৬) ও সাতকানিয়া দক্ষিণ ড্যামশা হাজারকিনের মৃত নুরুল ইসলামের পুত্র শাহাজান (৩২)কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামী মোঃ জামাল উদ্দিন দিদারের বসত ঘরের চৌকির নিচ হইতে শপিং ব্যাগের ভিতর হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া মতে সাদা পলিথিনের উপর কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় মোট ১৭,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে,তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে মাদক দ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রয় করে আসছে।উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৩ লক্ষ টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।