
বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জনকে হত্যার ঘটনায় আদালতের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে যুবলীগের চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী লায়ন মোহাম্মদ মিজানুর রহমান চেয়ারম্যান এর উদ্যোগে সন্দ্বীপ উপজেলায় প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।রোববার(২১ আগস্ট)বিকেলে দক্ষিণ সন্দ্বীপের শিবের হাট থেকে মিছিল শুরু হয়ে কাজীপাড়া গিয়ে শেষ হয়।
উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান,কাজী ফোরকান উদ্দিন,আনোয়ারুল কবির,গোলাম কিবরিয়া মন্জু,মুজিবুর রহমান,কাজী আরিফুর রহমান,মেহরাজ,আবদুল মন্নান,আবদুর রহিম,আইনুল কবির মুন্না,তাজুল ইসলাম আরমান প্রমুখ।