
“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।আজ ২৫ জুন,শনিবার সকালে র্যালিটি রাঙামাটি সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।এতে জেলা পুলিশের উর্ধ্বতন বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
পরে র্যালি পরবর্তী পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন তিনি।এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি জেলার নিউ পুলিশ লাইন্সসহ প্রতিটি থানায় উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয়।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর প্রধান,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ রাঙ্গামাটি জেলার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।