চমেক হাসপাতাল থেকে ৩ দালাল আটক করেছে পুলিশ।

0 ৮৭৫,৪৯৪

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক)হাসপাতালের বহির্বিভাগ থেকে তিন দালালকে আটক করেছে পুলিশ।শনিবার(৫ অক্টোবর)দুপুরে তাদের আটক করা হয় বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক।আটককরা হলেন,বাদল দাস(৫১),সালাউদ্দিন(৩৫),মোশারফ হোসেন(৩৪)।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরল আলম আশেক বাংলানিউজকে জানান,সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই ৩ ব্যক্তি।তারা রোগীদের বিভিন্নভাবে হয়রানি করতো।তাদের আটকের পর আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published.

error: Content is protected !!