অসুস্থ মুক্তিযোদ্ধা শেখ মানিককে দেখতে গেলেন আ জ ম নাছির-মোসলেম উদ্দিন

আল আমিন হোসেনঃ চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)’র সাবেক কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা অসুস্থ শেখ মানিককে দেখতে গেলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও চট্টগাম-৮ আসন সাংসদ মোসলেম উদ্দিন আহমদ।আজ ২০ সেপ্টেম্বর রবিবার সকালে অসুস্থ এই নেতাকে দেখতে বন্দর হাসপাতালে ছুটে যান তারা। এসময় তারা অসুস্থ নেতার সাথে দীর্ঘক্ষণ আলাপ-আলোচনা করেন এবং হাসপাতাল সংশ্লিষ্টদের কাছ থেকে চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। আ জ ম নাছির উদ্দীন এবং মোসলেম উদ্দিন আহমদ অসুস্থ শেখ মানিকের দ্রুত রোগমুক্তি কামনা করেন। এসময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সদস্য বেলাল আহমদস বন্দর সিবিএ কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (০)
Add Comment