বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করার অনুমোদন দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।সোমবার(২৫ জুলাই)ডিএনসিসির মেয়র এ অনুমোদন দেন।
মোশাররফ হোসেন রুবেলের স্ত্রী চৈতি ফারহানা তার স্বামীর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিকভাবে অনুরোধ জানিয়েছিলেন।ডিএনসিসির মেয়র মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনে কবরটি সংরক্ষণ করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
উল্লেখ্য,২০১৯ সালে মোশাররফ হোসেন রুবেলের ব্রেনে টিউমার ধরা পড়ে।প্রায় দেড় বছরের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন তিনি। হঠাৎ করে এমআরআই করে জানতে পারেন,তার মাথায় টিউমারটি আবার বাড়তে শুরু করেছে।তারপর থেকে চলছিল কেমোথেরাপি।ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে ১৯ এপ্রিল মারা যান রুবেল।তার বয়স হয়েছিল ৪০ বছর।তাকে দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে।নিয়ম অনুযায়ী এখানে কবরের স্থায়িত্বকাল দুই বছর।কিন্তু,রুবেলের স্ত্রী চৈতি ফারহানা তার স্বামীর কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছিলেন।
২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের জার্সি গায়ে জাতীয় দলে অভিষেক হয় রুবেলের।জাতীয় দলের হয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলার সুযোগ হলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১১২ ম্যাচে তিনি ৩৯২ উইকেট শিকার করেন তিনি।জাতীয় দলের হয়ে ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচ খেলেন বাঁহাতি এই স্পিনার।