চট্টগ্রামের বাঁশখালীতে চারটি আগ্নেয়াস্ত্রসহ শাহাদুল করিম গ্রেফতার

চট্টগ্রামের বাঁশখালীতে চারটি আগ্নেয়াস্ত্রসহ শাহাদুল করিম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।শুক্রবার(৩১শে মার্চ)বিকেল ৩টায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে বৃহস্পতিবার(৩০ মার্চ)বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
শাহাদুল করিম কক্সবাজারের পেকুয়া থানাধীন রাজাখালী গ্রামের নবির হোসেনের ছেলে।র‌্যাব জানিয়েছে,শাহাদুল করিম এলাকায় প্রভাব বিস্তার, প্রতিপক্ষকে ভয় দেখানো,মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে এসব অস্ত্র ব্যবহার করতেন।
র‌্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক(মিডিয়া)মো. নূরুল আবছার জানান,অভিযানকালে অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাও জব্দ করা হয়েছে। শাহাদুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।পরে তাকে বাঁশখালী থানায় সোপর্দ করা হয়েছে।
Comments (০)
Add Comment