দেশের শীর্ষ স্থানীয় সংস্থা আশা’র সাথে চট্টগ্রাম জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে আশা’র সার্বিক কার্যক্রম সম্পর্কিত মতবিনিময় সভা’২০২৪ অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে চট্টগ্রামের ষ্টেশন রোড সংলগ্ন দি এলিনা হোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আশা’র ডিভিশনাল ম্যানেজার এম এম নফিজ মাহমুদের সভাপতিত্বে ও এডিশনাল ডিভিশনাল ম্যানেজার নজরুল ইসলামের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কর্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহেদুল করিম কচি।মতবিনিময় সভায় আশা’র কার্যক্রম উপস্থাপন করেন সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার সাইদুল ইসলাম চৌধুরী।এসময় আশা’র ডিএম,আরএম,এসই ও বিএমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
আশা চট্টগ্রাম বিভাগে ১৫৭টি ব্রাঞ্চের মাধ্যমে ৩ লক্ষ ১৮ হাজার সদস্যকে ঋণ সেবা প্রদান করছে যাদের নিকট ঋন স্থিতি ১ হাজার ৪৮২ কোটি টাকা।২০২৪—২৫ অর্থবছরে ২ হাজার ৬০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে।
আশা’র চট্টগ্রাম বিভাগে ৯০৯টি কেন্দ্রে ২৩৭৩৭জন শিক্ষার্থী নিয়ে আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কার্যক্রম চালু রয়েছে। ৫টি স্বাস্থ্য কেন্দ্রে ৯৭৯৭জন রোগী সেবা গ্রহণ করেন। ২টি ফিজিওথেরাপী সেন্টারের মাধ্যেমে ৮০৮৫জন অপারেশন বিহীন হাঁটু,কোমর,ঘাড়,হাতে ব্যাথা, প্যারালাইসিস,আথ্রাইটিস্,ডিস্ক প্রলেপসহ সকল প্রকার জয়েন্টের সমস্যার চিকিৎসা গ্রহণ করেন।সদস্যর বীমাদাবি পরিশোধ করা হয়েছে ১৯৭৭ জন ৮.৩১কোটি টাকা,সদস্যকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে ১১৯জন ৪ লক্ষ টাকা।সদস্যর মৃত্যুজনিত দাফন-কাফনে ৫০০০ টাকা করে ৬১৯ জনকে ৩০লক্ষ ৯৫ হাজার টাকা সহায়তা প্রদান,৩৪ জনকে ৫ লক্ষ ১০ হাজার টাকা এককালীন অবসর ভাতা প্রদান করা হয়েছে।জেলা প্রশাসকের নিকট শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ২০৬০টি।প্রতিমাসে ৭জন গরীব মেধাবী ছাত্র-ছাত্রীকে ২ লক্ষ ৫২ হাজার টাকা করে প্রদান করা হয়।
এছাড়াও সরকারী সকল দিবসে আশা’র প্রতিনিধিগণ অংশগ্রহণ করে থাকেন।