চট্রগ্রামে আন্তর্জাতিক ইসলামী গবেষকদের আলোচনা সভা অনুষ্ঠিত।

আন্তর্জাতিক ইসলামী গবেষণা কেন্দ্র চট্টগ্রাম(আইআইআরসিসি)প্রতিষ্ঠার লক্ষ্যে দিনব্যাপী চতুর্থ আলোচনা অনুষ্ঠিত হয়।সকালে চট্টগ্রামস্থ ফরহাতবাগ রেসিডেন্স(বাটালী হিল)-এ আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি ও (আইআইআরসিসি)-এর চেয়ারম্যান জনাব সালাউদ্দীন কাসেম খান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,(আইআইআরসিসি)-এর সেক্রেটারি, আন্তর্জাতিক ইসলামিক স্কলার ও কানাডার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মাসুদুল আলম চৌধুরী।এছাড়া,প্রধান উদ্যোক্তা হিসেবে আলোচনা করেন (আইআইআরসিসি)-এর পরিচালক,পিএইচডি গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,ফাউন্ডার মেম্বার ও চাটগাঁ ভাষা পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ইসলামী ব্যাংকের শরীয়া বোর্ডের সম্মানিত সভাপতি ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুল ইসলাম,অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন,অধ্যাপক ড. আব্দুল্লাহ মোরাদ,অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আমচা আমিন, পিএইচডি গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মিসেস উম্মে সায়মা তাজকিয়া,বিশ্ববিদ্যালয় শিক্ষিকা মিসেস আয়েশা সিদ্দিকা,বিশিষ্ট ব্যাংকার জনাব সিরাজুল ইসলাম চৌধুরী,বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব এস এম আমান উল্লাহ্,বিশিষ্ট লাইব্রেরিয়ান জেট এম আলাউদ্দিন খান, সমাজসেবক শহিদুল ইসলাম(আল মানাহিল),বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ শাহ নেওয়াজ হুসেইন,সমাজসেবিকা মিসেস সেতারা গফফার প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা গবেষণার প্রসার ও আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে ইসলামী জ্ঞানচর্চা ও উন্নত সমাজ বিনির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

Comments (০)
Add Comment