ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো এয়ার অ্যারাবিয়া

অনলাইন ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ওঠার পর ১ জুলাই থেকে ফের ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি পেলো সংযুক্ত আরব আমিরাতভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যারাবিয়া।

রোববার (২৮ জুন) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ অনুমতি দেয়। প্রাথমিকভাবে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট বুধবার (১ জুলাই) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। পরে সকাল ৯টা ৪০ মিনিটে ফের শারজাহর উদ্দেশ্য ঢাকা ছাড়বে।

Comments (০)
Add Comment