ভিপি নুরের চট্টগ্রামে আগমন উপলক্ষে সন্দ্বীপ ছাত্র অধিকার পরিষদের আনন্দ র‍্যালি।

ডাকসুর সাবেক ভিপি ও গন অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর আগামী ৪ অক্টোবর চট্টগ্রাম আগমন উপলক্ষে ছাত্র অধিকার পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার উদ্যেগে গন অধিকার পরিষদের আনন্দ র‍্যালি করা হয়েছে।সন্দ্বীপ উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা শহর জুরে এই আনন্দ র‍্যালি করা হয়।

উক্ত আনন্দ র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক ওমর ফারুক।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নেতৃত্ব দেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী রাজপথের অগ্নিকন্যা নাসরিন আক্তার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন,সন্দ্বীপ গণ অধিকার পরিষদের অন্যতম সংগঠক সানা উল্লাহ সানি,মেহেদি হাসান,ছাত্র অধিকার পরিষদ সন্দ্বীপ উপজেলা শাখার আহবায়ক ফারুক হোসেন,সদস্য সচিব জিদানসহ সন্দ্বীপ উপজেলা ছাত্র,যুব ও গণ অধিকার পরিষদের অন্যান্য নেতাকর্মীরা।

Comments (০)
Add Comment