
পূর্ব সিদ্ধান্তানুযায়ী সন্দ্বীপবাসীর নৌযাতায়াতের সেবা সহজীকরনণের লক্ষ্যে ঘাটসমূহের শুল্কায়ন,নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে সরাসরি বিআইডব্লিউটিএ ‘ র অধীনে পরিচালিত করার লক্ষে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে সন্দ্বীপবাসীদের উপস্থিতিতে গুপ্তছড়া ঘাট টার্মিনাল চত্বরে ১১ জানুয়ারি দুপুর ১২ টায় বিআইডব্লিউটি ‘ র উদ্যোগে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।
তিনি প্রধান অতিথি’ র বক্তব্য রাখতে গিয়ে বলেন- সন্দ্বীপের কৃতি সন্তান,বর্তমান অন্তর্বর্তীকালীন
সরকারের জ্বালানী, যোগাযোগ ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ফাওজুল কবীর খান এর প্রত্যক্ষ সহযোগিতায় ইতোমধ্যে সন্দ্বীপ কে নৌ-মন্ত্রাণালয়,নদী
বন্দর ঘোষণা করেছে।এখন সন্দ্বীপবাসীদের দীর্ঘদিনের সমস্যা ফেরী সার্ভিস চালুর মাধ্যমে চট্টগ্রাম
এর সাথে সরাসরি যোগাযোগ এর ব্যাবস্থা এখন অপেক্ষার পালা এবং অচিরেই এর অবসান ঘটবে।
বিশেষ অতিথি ‘ র বক্তব্যে – বিআইডব্লিউটিএ ‘ র
চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তাফা মোস্তফা বলেন-
সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা ঘাট নিয়ে দীর্ঘদিনের যে দন্ধ
ছিলো তার নিরসন হয়েছে। এখন একক কর্তৃত্বে ঘাট
সমূহ পরিচারনা করবে বিআইডব্লিউটিএ এবং এর ফলে সন্দ্বীপবাসী বিড়ম্বনাহীন ও ন্যায্য ভাড়ায় কুমিরা-গুপ্তছড়া ঘাট দিয়ে নিত্য আসা – যাওয়া করতে পারবে।
সভাপতির ভাষণে- চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেন – আজ সকালেই, বিআইডব্লিউটিএ,
চট্টগ্রাম জেলা প্রশাসন ও চট্টগ্রাম জেলা পরিষদের ত্রিপক্ষীয় বৈঠকে সন্দ্বীপের কুমিরা-গুপ্তছড়া নৌ ঘাটের দীর্ঘদিনের দন্ধ নিরসনে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এখন থেকে ঘাট উন্মুক্ত ও সিন্ডিকেট
মুক্ত, একাধিক মালিকানায় চালিত নৌযানে কম ভাড়ায় যাতায়াত করতে পারবে। তিনি বলেন – নোয়াখালীর সাথে সন্দ্বীপের সীমানা সংক্রান্ত সমস্যা আছে বিশেষ করে উড়িরচরের,তা অচিরেই সমাধান করা হবে।
এতে রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন – চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন,চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামি ‘ র সভাপতি আলাউদ্দিন শিকদার, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব
আলমগীর হোসাইন ঠাকুর, সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া,সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী ‘ র সভাপতি সিরাজুল ইসলাম ফিরোজ, সন্দ্বীপ উপজেলা জামায়াতে ইসলামী ‘ র সেক্রেটারী মাওলানা আবু তাহের, সন্দ্বীপ উপজেলা বিএনপির নেতা ও রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান মামুন, সন্দ্বীপ সন্দ্বীপ পৌরসভার সাবেক প্যানেল মেয়র, সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব ও সন্দ্বীপ টাউন মার্চ্চেন্ট এসোসিয়েশন এর সভপতি, সরকারী হাজী এ.বি কলেজের সাবেক জি.এস আবুল বশার সহ অন্যান্য উপজেলা বিএনপব ‘ র নেতৃবৃন্দ এবং সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভিপতি মোজাম্মেল হোসেন।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন – সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা, সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন – বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম জেলার অন্যতম সমম্বয়ক সাইফুর রহমান খান, সন্দ্বীপ মেরিন সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান
মো: জসিমউদদীন, সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, বাংলাদেশ গণ সংহতি আন্দোলনের আহবায়ক মনিরুল হুদা বাবন,
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, চট্টগ্রাম উত্তর
জেলা জামায়াতে ইসলামী ‘ র সভাপতি আলাউদ্দিন শিকদার, চট্টগ্রাম জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান
নির্বাহী কর্মকর্তা মো: দিদারুল আলম সন্দ্বীপে নবনির্মিতব্য ফেরী সার্ভিস ল্যান্ডিং স্টেশন এর সড়ক প্রকল্পর কর্মকতা বাংলাদেশ সেনাবাহিনী ‘ র কর্ণেল এমরান ইসলাম ভূঁইয়া,পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম শান্ত বিপিএম।
দুপুরে মধ্যহ্ন ভোজের পর আগত অতিথি ‘ রা সন্দ্বীপ
উপজেলা প্রশাসনের উদ্যোগে কমপ্লেক্স কম্পাউন্ডে নির্মিত অফিসার্স ক্লাবের দ্বিতল ভবন, উপজেলা
ইনডোর প্লে গ্রাউন্ড ও শিশুদের চিত্ত বিনোদনের জন্য
মিনি শিশু পার্ক ফিতা কেটে উদ্বোধন করেন।