সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যা মামলার প্রধান আসামি সাহাবউদ্দিন সুমনকে গ্রেফতার করেছে র‍্যাব।

চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি নেতা আয়ূব জাহাঙ্গীর আলম হত্যা মামলার প্রধান আসামী মোঃ শাহাব উদ্দিন প্রকাশ সুমন’কে ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭,চট্টগ্রাম।

নিহত আয়ুব জাহাঙ্গীর আলম চট্টগ্রাম জেলার সন্ধীপ থানার গাছুয়া এলাকায় বাসিন্দা।আয়ুব জাহাঙ্গীর আলমের পৈত্রিক দলিলীয় ভূমিতে সরকারীভাবে রায়তি আনার অজুহাত দিয়ে জৈনক আবু তাহের দীর্ঘদিন হতে বসবাস করে আসছে।জাহাঙ্গীর আলম আবু তাহেরকে দখলকৃত ভূমি ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার অনুরোধ করলে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়।

গত ২০ জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ১২টায় নিহত ভিকটিম তাহার বসতঘরের বিশ্রামে ছিল।এসময় ভিকটিমকে তার ব্যবহৃত মোবাইল ফোনে জৈনক সুমন নামীয় একজন কল করে বাসার বাহিরে যেতে বলেন। পরবর্তীতে ভিকটিম তার বসত বাড়ী হতে সন্ধীপ থানাধীন গাছুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকার আব্দুর রহিমের পুকুর পাড়ে আসলে সেখানে শাহাব উদ্দিন সুমনের সাথে ভিকটিমের পাওনা টাকা নিয়ে কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে শাহাব উদ্দিন সুমন আয়ূব জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে জোর পূর্বক মোটর সাইকেল যোগে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেস্টা কালে ভিকটিম বাধা প্রধান করলে শাহাব উদ্দিন সুমন এবং তার অন্যান্য সহযোগীরা জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও ছুরিকাঘাত করে গুরত্বর রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাছুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনায় নিহত আয়ূব জাহাঙ্গীর আলমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সন্ধীপ থানায় ৭ জনকে এজাহারনামীয় আসামী করে একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-০৯,তারিখ-২১ জানুয়ারি ২০২৫ ইং,ধারা-৩৬৪৩০২/৩৪,দ্য পেনাল কোড,১৮৬০।

র‌্যাব-৭,চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে।নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭,চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে,বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী শাহাব উদ্দিন সুমন ঢাকা মহানগরীর ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটা এলাকায় অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭,চট্টগ্রাম এবং র‌্যাব-৪ মিরপুরেট যৌথ আভিযানিক দল গত ২৩ জানুয়ারি ২০২৫ তারিখে আনুমানিক সাড়ে এগারোটায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শাহাব উদ্দিন সুমন(৪৫),পিতা-গিয়াস উদ্দিন,সাং-গাছুয়া, থানা-সন্ধীপ,জেলা- চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী শাহাব উদ্দিন সুমন’কে জিজ্ঞাসাবাদে সে সন্দ্বীপ থানার বিএনপি নেতা আয়ুব জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।এছাড়াও সে মামলা দায়ের এর পর থেকে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার সন্ধীপ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Comments (০)
Add Comment