হাতিয়ার মেঘনা নদী থেকে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে কোস্ট গার্ড

নোয়াখালী দ্বীপ হাতিয়ার মেঘনা নদী থেকে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর বেলা হাতিয়া উপজেলাধীন চরঈশ্বর ইউনিয়নের বাংলা বাজার মাছঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা তল্লাশি করে ৮০০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোস্ট গার্ড।

অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন,উপজেলা মৎস্য দপ্তরের প্রতিনিধি। জব্দকৃত মাছ গুলো হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন এর উপস্থিতিতে তমরদ্দি কোস্ট গার্ড পল্টনের সামনে গরীব অসহায় হতদরিদ্র পরিবারের লোকজন এবং এতিমখানায় বিতরণ করা হয়।

Comments (০)
Add Comment